তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা আমাদের জন্য বড় সমস্যা। মোটরসাইকেল ও ইজিবাইকের দুর্ঘটনার হার বেশি। বেনাপোল ও চৌগাছা এলাকায় মাদকের বিরুদ্ধে নজরদারি ও অভিযান বাড়ানোর নির্দেশ দেন। সারের কৃত্রিম সংকট তৈরি হলে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহরের যানজট নিরসনে পৌরসভার সঙ্গে একযোগে কাজ করার কথা বলেন তিনি। জলমহল ভোগ দখল সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মিটিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা।
