যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি মোটরসাইকেল, একটি বার্মিজ চাকু এবং দুটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

অভিযানের বিবরণ অনুযায়ী, যশোর জেলার পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদের নির্দেশনায় কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। ৭ জানুয়ারি ২০২৫ তারিখে রাত ৯টা ৫ মিনিটে জজ কোর্ট মোড়ের ম্যাক্স কোচিং সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে সাগর হোসেন রাজ (২৩) ও মিথুন বিশ্বাস (৪৫) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ধূসর রঙের ১২৫ সিসি ইয়ামাহা মোটরসাইকেল, একটি লাল রঙের ১১০ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, একটি পুলিশ লেখা রিফলেকটিং ভেস্ট, একটি সেভেন গিয়ার টিপ চাকু, এবং ভিকটিমের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সাথে জড়িত অপর আসামি সুশীল কুমার পাল (৫৩) কে ৮ জানুয়ারি ২০২৫ সকাল ৯টা ৫০ মিনিটে খুলনার রূপসা ইস্পাহানি গলি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. সাগর হোসেন রাজ (২৩), পিতা- হাসান হোসেন মোল্যা, সাং- শিমুলিয়া, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর।
২. মিথুন বিশ্বাস (৪৫), পিতা- মৃত মনোরঞ্জন বিশ্বাস, সাং- মাঝিগাতি, থানা- দিঘলিয়া।
৩. সুশীল কুমার পাল (৫৩), পিতা- বিমল কৃষ্ণ পাল, সাং- শোগুনা, থানা- রামপাল, জেলা- বাগেরহাট।

উদ্ধারকৃত আলামত:
১. তিনটি মোটরসাইকেল।
২. দুটি মোবাইল ফোন (ভিকটিমের)।
৩. একটি বার্মিজ চাকু।

 

আরো পড়ুন

সর্বশেষ