যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই শিশু যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন আড়পাড়া গ্রামের রিজাউল ইসলামের ছেলে রিসান হোসেন (১১) ও দক্ষিণ সাগর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সাইমা সুলতানা মিম্মা (১১)। তারা চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর তারা ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। ইছাপুর বটতলা মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি ইটভাটার ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে পড়ে এবং রিসান ও মিম্মা আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লতা জানান, দুই শিক্ষার্থীর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।