বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

আরো পড়ুন

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখতে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের আহ্বানে শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি এবং ৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে এ বৈঠক শুরু হয়, যা বিকেল ৩টা পর্যন্ত চলে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি এবং ভারতের পক্ষে ৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তবে পূর্বনির্ধারিত কোনো এজেন্ডা ছিল না।

বিশেষ করে শীতকালে গরু, মাদক চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে উভয় পক্ষ সহযোগিতার আশ্বাস দেন। বিজিবি অধিনায়ক সীমান্তে কোনো হত্যাকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। বিএসএফের কমান্ড্যান্ট এ বিষয়ে আশ্বস্ত করেন যে, এমন কোনো ঘটনা আর ঘটবে না।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ