ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে নিহত ৫

আরো পড়ুন

ফরিদপুরের মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন, যাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, একটি বড় হায়েস মাইক্রোবাসে ১০-১১ জন যাত্রী নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পুকুরে পড়ে। ঘটনাস্থলে তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ