গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর

আরো পড়ুন

যশোরের শার্শায় গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরেরা। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মাটিপুকুরিয়ার পাশের ধলদা গ্রামে নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আনিসুর রহমানের তিনটি গরু চুরি হয়। এছাড়া বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরুর মালিকরা রাতে সজাগ থাকার চেষ্টা করেন।

শনিবার গভীর রাতে চোরেরা ট্রাক নিয়ে মাটিপুকুরিয়া গ্রামের মুরাদ হোসেনের বাড়ির গোয়ালে চুরি করতে আসে। তালা ভাঙার শব্দে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয়। চোরেরা ট্রাক ফেলে পাশের রাস্তা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটির কোনো নম্বর প্লেট ছিল না। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মুরাদ হোসেন জানান, তালা ভাঙার সময় তার ভাই খলিলুর জানালা দিয়ে ৫-৬ জনকে দেখতে পান এবং চিৎকার করেন। চোরেরা বাইরে থেকে ঘরের দরজায় সিটকিনি লাগিয়ে দেয়। পরে জানালা দিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে চোরদের ধাওয়া করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ