সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ বাংলাদেশি আটক

আরো পড়ুন

 সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছয়ঘরিয়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার মৃত রতন ঘোষের মেয়ে ত্রিপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভারতে প্রবেশের কথা স্বীকার করেন

আরো পড়ুন

সর্বশেষ