- যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন সামছের মোল্ল্যার ছেলে নাছির উদ্দিন (৪৪), নাজেম (৬৫), ময়েজের ছেলে শোয়াইব (১৭) এবং নাজেরের ছেলে হাফিজুর (১৯)। তাদের গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, নাছির উদ্দিনের বড় ভাই মইন উদ্দিনের সঙ্গে খাইরুল নামের এক ব্যক্তি বালুর ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে খাইরুল মইন উদ্দিনের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত চাইলে খাইরুল বিভিন্ন অজুহাত দিতে থাকেন। মঙ্গলবার দুপুরে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাজারে মইন উদ্দিনকে ডেকে নিয়ে আসেন খাইরুল। সেখানে টাকা ফেরত না দিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে খাইরুল মইন উদ্দিনকে মারধর করেন।
এ ঘটনা শুনে পরিবারের অন্যান্য সদস্য নাছির উদ্দিন, নাজেম, শোয়াইব এবং হাফিজুর বাজারে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে খাইরুল ও তার সহযোগী পাভেল, পিয়াসসহ আরও কয়েকজন তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।
হামিদপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত
