কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৬ জন

আরো পড়ুন

শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ২৯শে ডিসেম্বর, ২০২৪ তারিখে দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায়, সিএনজিটি একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে ধাক্কা খায়।ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারী মারা যান। মোট ৬ জন এই দুর্ঘটনায় প্রাণ হারান।শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা।দুপুর পৌনে ১২টা।নিহতদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।বাসটি কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকার দিকে যাচ্ছিল।দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন, তবে বাসটি পুলিশ জব্দ করেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিএনজিটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনাটি একটি মর্মান্তিক উদাহরণ যেখানে একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে বহু মানুষের জীবনহানি ঘটেছে।

আরো পড়ুন

সর্বশেষ