২৯শে ডিসেম্বর, ২০২৪ তারিখে ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে গিলবার্ট অ্যাপেহ নামের এক নাইজেরীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তির নাম: গিলবার্ট অ্যাপেহ। তার পিতার নাম এমেকা।
- আটকের স্থান: পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর সীমান্ত।
- আটকের সময়: শনিবার দিবাগত রাত ৩টা।
- কিভাবে অনুপ্রবেশ: পাসপোর্টের তথ্য অনুযায়ী, গিলবার্ট ২২শে মে নাইজেরিয়া থেকে বিমানে নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন এবং সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর। আটককৃত নাইজেরীয় নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।