যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মুনজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিবরণ:
পরিবার সূত্রে জানা যায়, ডিবি পুলিশ তাকে চুকনগর বাজারের বাসা থেকে গ্রেপ্তার করে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করে।
পুলিশের বক্তব্য:
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এস এম মুনজুর রহমানের বিরুদ্ধে স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার পটভূমি:
সম্প্রতি সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া বিলের একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও সভা করে।
উল্লেখযোগ্য ঘটনা:
গত ১৭ ডিসেম্বর যশোর জেলা প্রশাসকের এক আদেশে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের জনসেবা নিশ্চিত করতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে ইউনিয়নের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

