শহীদ সোহরাওয়ার্দী কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহর স্মরণে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে তার পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেল ৩টায় তিনি সেখানে পৌঁছে শহীদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আব্দুল্লাহ দেশের গর্ব। তার আত্মত্যাগ ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিবেদিত ছিল। জাতি তার এই ত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা দেবে। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আব্দুল্লাহকে শহীদ হিসেবে কবুল করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।”
পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের আব্দুল্লাহর পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা আমীর গোলাম রসুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সফর শহীদ আব্দুল্লাহর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতি জামায়াতে ইসলামীর সংহতি প্রকাশের একটি উদ্যোগ হিসেবে চিহ্নিত।
জাগো /মেহেদী

