সচিবালয়ের আগুন ১০ ঘণ্টা পর সম্পূর্ণ নির্বাপণ

আরো পড়ুন

রাজধানীর সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণের পর ১০ ঘণ্টা পর সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে আরও ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএন সদস্যরাও ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেন।

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। এসময় অগ্নিনির্বাপণের কাজ চলাকালে, পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় গুরুতর আহত হন ফায়ার ফাইটার মো. সোহানুর জামান নয়ন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ ও পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন

সর্বশেষ