১৬ বছর পর জামায়াতের সম্মেলনে দেড় লক্ষাধিক মানুষের সমাগমের আশা

আরো পড়ুন

১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা তাদের কর্মী সম্মেলনের আয়োজন করেছে, যেখানে দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ সময় ধরে জামায়াতকে রাস্তায় নামতে বাধা দেওয়া হয়েছে। পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা একের পর এক হামলা ও মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের দমন করার চেষ্টা করেছে। এ ধরনের নির্যাতনের ফলে যশোরের মানুষ অসহায় অবস্থায় পড়েছিল।

আগামীকাল শুক্রবার সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই সম্মেলন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সম্মেলনের নিরাপত্তা ও সুবিধার্থে মোড়ে মোড়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যা হঠাৎ অসুস্থ হওয়া ব্যক্তিদের সেবা প্রদান করবে।

সম্মেলনের মূল আয়োজন ছাড়াও এটি শহরের টাউন হল ময়দান এবং দড়াটানা মোড়ে বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে আরও বেশি মানুষ অংশগ্রহণ করতে পারেন।

আরো পড়ুন

সর্বশেষ