মঙ্গলবার যশোরে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের উদ্যোগে বিজিবি দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৮ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার (তৎকালীন ইপিআর সদস্য) উত্তরাধিকারীদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্রপ্রাপ্ত বিজিবি সদস্যদের ইনসিগনিয়া পরিধান করান। পরে কেক কাটা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ
প্রীতিভোজে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই’র যুগ্ম পরিচালকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি স্থানীয়ভাবে বিজিবি’র বীরত্বগাথা এবং অবদান স্মরণ করার পাশাপাশি তাদের সেবা ও উৎসর্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি মহৎ উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

