ঝিকরগাছায় বড়দিনের প্রস্তুতি

আরো পড়ুন

২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ঝিকরগাছার শিমুলিয়াসহ ১৭টি খ্রিস্টান মিশন পল্লীতে বড়দিন উদযাপনের উৎসবমুখর প্রস্তুতি শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, মিশন পল্লীগুলোতে বড়দিনের আমেজ বিরাজ করছে। ঘরে ঘরে চলছে গৃহসজ্জা ও উৎসবের প্রস্তুতি।

আজ, ২৪ ডিসেম্বর রাত ১১টায় শিমুলিয়া মিশনের প্রধান ফাদার ড্যানিয়াল মন্ডল গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানের সূচনা করবেন। একই সময়ে অন্যান্য চার্চেও ধর্মপ্রাণ খ্রিস্টানরা প্রার্থনায় যোগ দেবেন।

প্রতিবারের মতো এবারও খ্রিস্টান পরিবারগুলো নতুন পোশাকে সেজে উঠেছে। গির্জার প্রাঙ্গণগুলোতেও সাজসজ্জার ছোঁয়া রয়েছে। তবে এ বছর প্রশাসনের অনুমতি না থাকায় বড়দিন উপলক্ষে মেলা আয়োজন সম্ভব হয়নি।

শিমুলিয়া ক্যাথলিক চার্চসহ বেনেয়ালী, গঙ্গাধরপুর, বোধখানা, নওয়াপাড়া, সোনাকুড়সহ ১৭টি মিশন এলাকার গির্জায় এই উৎসব পালন করা হবে। বড়দিনের আনন্দে স্থানীয় মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও অংশ নিচ্ছেন।

সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় রোজারিও বলেন, “যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করাই বড়দিনের মূল লক্ষ্য।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার ও থানার ওসি বাবলুর রহমান খান জানিয়েছেন, বড়দিনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ