যশোর-ঢাকা রেল যোগাযোগে নতুন ট্রেনের আগমন ও জনতার প্রতিক্রিয়া

আরো পড়ুন

পদ্মা সেতু দিয়ে ঢাকা যোগাযোগের নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই নতুন ট্রেনটি মাত্র ১০ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে বলে জানা গেছে। পরবর্তীতে, এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম ধারণ করে রাত ৮টায় ঢাকা থেকে যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছে যাবে।

এদিকে, যশোর থেকে ঢাকায় বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। তবে, নতুন এই ট্রেনের রুট আলাদা হবে। পূর্ববর্তী ট্রেনগুলো পুরানো রুটেই চলাচল করবে।

যদিও নতুন ট্রেন চালুর খবরে যশোরবাসী আনন্দিত হওয়ার কথা, তবে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তাদের মতে, মাত্র একটি ট্রেন দিয়ে দুই জেলার চাহিদা পূরণ করা সম্ভব নয়।

সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাদের পূর্বঘোষিত ছয় দফা দাবির মধ্যে মাত্র একটি দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। তিনি আরও বলেন, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে এবং দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও ট্রেন চালু করার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি দলের ম্যানেজার কাওসার আলী, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হিরু, জিল্লুর রহমান ভিটু, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহীন ইকবাল, হারুন অর রশিদ, দীপঙ্কর দাস রতন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, সংগ্রাম কমিটির নেতা নাসির উদ্দিন আহমেদ শেফার্ড প্রমুখ।

 

 

আরো পড়ুন

সর্বশেষ