তরুণদের হাতে তুলে দেব বাংলাদেশ

আরো পড়ুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় তাঁর। তিনি বলেন, “সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, কিন্তু স্বৈরাচারকে সরাতে পারিনি। আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে। আমি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহর রহমতে তারা অসাধ্যকে সাধন করেছে, যা জাতির জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়া হবে।”

মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান, দলের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মৌলভীবাজারে খোলা মাঠে বক্তব্য রাখেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের বীর সৈনিকদের স্মরণ করে বলতে চাই, আমাদের দীর্ঘদিনের সংগ্রাম সত্ত্বেও অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের দেশের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তা হত্যা থেকে শুরু করে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। বিজিবি গঠনসহ দেশের বিভিন্ন সংস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।”

তিনি অভিযোগ করেন, “জামায়াতে ইসলামীকে প্রথম টার্গেট করে ১১ শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এরপর বিএনপি, হেফাজত, আলেম-ওলামা এবং অন্যান্য সংগঠনসহ কাউকে ছাড় দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদেরও আক্রমণের শিকার হতে হয়েছে। জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টা চলেছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা অন্যায়ভাবে চাঁদাবাজি বা দখলবাজির পথে হাঁটিনি। এটি আমাদের জন্য হারাম। আমরা ন্যায়ের পথে চলার অঙ্গীকার করি।”

তিনি জাতির ঐক্য এবং ফ্যাসিবাদ মোকাবিলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

আরো পড়ুন

সর্বশেষ