মিলেছে ডিএনএ: পশ্চিমবঙ্গে উদ্ধার দেহাবশেষ আনোয়ারুল আজীম আনারের

আরো পড়ুন

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার ভারতে নিখোঁজ হওয়ার পর পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষা শেষে তার মেয়ের ডিএনএর সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি নিশ্চিত করেছে, সেপটিক ট্যাঙ্ক ও খাল থেকে উদ্ধার করা দেহাবশেষ বাংলাদেশের সাবেক এমপি আনারের।

পশ্চিমবঙ্গ সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, “ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে, ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক ও বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া মাংস ও হাড়গুলো আনোয়ারুল আজীম আনারের।”

আনার গত ১২ মে ভারতে যাওয়ার পরদিনই কলকাতার নিউ টাউনের সঞ্জিবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন বলে পশ্চিমবঙ্গ পুলিশ ২২ মে জানায়। তার দেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছিল।

এ ঘটনায় ঢাকায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ২২ মে শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেন। মামলায় উল্লেখ করেন, আনারের ভারতীয় সিম থেকে তার পরিচিত একজনকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানানো হয়, তিনি দিল্লি যাচ্ছেন এবং তার সঙ্গে ভিআইপি আছেন।

পশ্চিমবঙ্গে দায়ের করা মামলার তদন্তে জানা যায়, হত্যার পর আনারের দেহের মাংস সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় এবং হাড়গোড় বাগজোলা খালে ফেলা হয়। পরে সেখান থেকে সিআইডি দেহাবশেষ উদ্ধার করলেও ডিএনএ পরীক্ষা নিশ্চিত হতে অপেক্ষা করতে হয়।

আনার হত্যাকাণ্ডে ঢাকায় সাতজন এবং পশ্চিমবঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন, যাকে এই হত্যার মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে। হত্যার কারণ নিয়ে তদন্ত এখনও চলমান।

পশ্চিমবঙ্গের সিআইডি বলছে, আনার হত্যাকাণ্ডের তদন্তে সব তথ্য বিশ্লেষণ করে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ