কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আরো পড়ুন

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামে দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহত মৌসুমি আক্তার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে এবং ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিকনগর এলাকায় মোবারকগঞ্জ সুগার মিলের একটি আখ পরিবহনের ট্রলি যাত্রীবাহী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৌসুমি আক্তার প্রাণ হারান। গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, “মৌসুমি আক্তার হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”

এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন হোসেন জানান, আখ পরিবহনের ট্রলির চাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ