শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শা সীমান্তের পৃথক দুটি স্থান থেকে সাবু হোসেন (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে পাঁচ ভুলাট ও পুটখালী সীমান্তের ইছামতী নদীর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত সাবু হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর হোসেন একই থানার কাগজপুর গ্রামের মৃত ইউনুস আলী মোড়লের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ ভুলাট সীমান্তে ইছামতী নদীর তীরে একটি লাশ উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শার্শা থানার এসআই আওয়াল হোসেন ও এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবির সহযোগিতায় লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহাঙ্গীর চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্তে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি বিএসএফ-এর হাতে আটক হয়ে মারধরের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন।

অন্যদিকে, পুটখালী সীমান্তে সাবু হোসেন মঙ্গলবার রাতে ইছামতী নদী সাঁতরে ভারতীয় গরু পারাপারের জন্য সীমান্তে গেলে বিএসএফ তাকে আটক করে। পরে মারধর করে বস্ত্রহীন অবস্থায় বাংলাদেশ সীমান্তে রেখে যায়। আহত অবস্থায় তিনি নিজে নাসিরের আমবাগানে এসে স্থানীয়দের মাধ্যমে বাড়িতে খবর দেন। তার পরিবার তাকে ভোরে বাড়ি নিয়ে গেলে পানি পান করার পর তিনি মৃত্যুবরণ করেন।

সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন

সর্বশেষ