কোটচাঁদপুরে বিজয় দিব উদযাপনের সময় আয়োজনে অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মেকে হেনস্থা করে। সোমবার সকাল ৮টা ৫ মিনিটে শহরের বালক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য বছর শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেও এবার তা করা হয়নি। মাইক এবং নিরাপত্তা বেষ্টনীসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছিল না। উপজেলা প্রশাসনের নির্ধারিত সময় সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন শুরু হলেও ইউএনও উছেন মে নির্ধারিত সময়ের পর পৌঁছান। তার দেরিতে আসা এবং অব্যবস্থাপনার কারণে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। ইউএনও গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে প্রতিবাদ জানায়। তিনি প্রতিউত্তর দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ইউএনওকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে, সকাল ১০টার দিকে ইউএনও সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশ নেন।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে পরিস্থিতি ঠিক হয়ে যায়।”
জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল জানান, পুলিশ সুপার ও ইউএনওর ফোন পেয়ে ঘটনা সম্পর্কে অবগত হন। তিনি বলেন, পৌর প্রশাসনের দায়িত্ব ছিল শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কিন্তু তা করা হয়নি। এ অব্যবস্থাপনার কারণে মানুষ সংক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটায়। তবে পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং সরকারি কর্মসূচি সুচারুভাবে পালিত হয়।

