অপহরণের পর গুপ্তহত্যার শিকার যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১৩তম শাহাদতবার্ষিকী আজ।
শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত করা হবে। বাদ জোহর পৌর সদরসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন জানিয়েছেন, পরবর্তীতে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ নাজমুল ইসলামের স্মরণসভা আয়োজন করা হবে। এছাড়া ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকেও বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
২০১১ সালের ১৪ ডিসেম্বর রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দাওয়াত খেয়ে ঢাকার ধানমন্ডির নিজ বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের দ্বারা অপহৃত হন নাজমুল ইসলাম। পরদিন সকালে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় রাস্তার পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করে গাজীপুর থানা পুলিশ।
বিএনপির অভিযোগ:
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৩ বছর ধরে জনপ্রিয় বিএনপি নেতাদের গুম ও হত্যার শিকার হতে হয়েছে। নাজমুল ইসলাম হত্যাকাণ্ডের এত বছর পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের শনাক্ত বা গ্রেপ্তার করেনি। তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

