বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার বিদেশি মদসহ আটক ১

আরো পড়ুন

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ভারতীয় মালামাল এবং ১২ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনব্যাপী এ অভিযান চালানো হয় বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি এবং আমড়াখালী এলাকায়।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় কসমেটিক্স, শাল-চাদর, বিভিন্ন প্রকার বস্ত্র, কম্বল, ফেনসিডিল এবং বিদেশি মদসহ একজনকে আটক করা হয়।

আমড়াখালী চেকপোস্টে পরিচালিত আরেকটি অভিযানে শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নাভারন-সাতক্ষীরা মোড়ে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাস (৩৫) কে ১২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরিদাস স্বীকার করেন যে, তিনি মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকসহ আটককৃত হরিদাসকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ