যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নওয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার জানান, যশোরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন সদর উপজেলা আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার জন্য এলাকায় তিনি বেশ সুনাম অর্জন করেছেন।

