সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

আরো পড়ুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার খুচরা মূল্য ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৬৭ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার দাম ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভোজ্যতেল সমিতির সভাপতি মোস্তফা হায়দার সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, সয়াবিন তেলের বাজারে সংকট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিক্রেতারা দাবি করেছেন, ভোজ্যতেল কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে বাজারে তেল সরবরাহ কমিয়ে সংকট সৃষ্টি করেছে, যা মূলত দাম বাড়ানোর কৌশল।

সাধারণ ভোক্তাদের অভিযোগ, একদিকে পণ্যের সংকট এবং অন্যদিকে দাম বাড়ানো, উভয়ের ফলে তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ