বেনাপোল সীমান্ত থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

আরো পড়ুন

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ডিসেম্বর) রাতে পুটখালীর চরেরমাঠ নামক স্থান থেকে এই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মাদক চোরাকারবারীরা পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। খবর পাওয়ার পর পুটখালী বিওপির একটি টহল দল চরেরমাঠ এলাকায় অবস্থান নেয়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ