যশোর সদর উপজেলার মণ্ডলগাতি সত্তরঘর বস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ককটেলসহ চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন চাঁচড়া পুলেরহাট এলাকার মুরাদ হোসেন (পিতা: কবির হোসেন), চাঁচড়া রায়পাড়ার জিসান ওরফে ভাগ্নে জিসান (পিতা: রবিউল ইসলাম), মণ্ডলগাতি সত্তরঘর বস্তির শুকুর আলী (পিতা: মৃত মনসুর আলী) এবং কৃষ্ণবাটি গ্রামের ফয়সাল (পিতা: জাগাঙ্গীর কবির)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে খবর পাওয়া যায় যে সন্ত্রাসীরা মণ্ডলগাতি সত্তরঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডিবি এবং থানা পুলিশের যৌথ অভিযানে রাত ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। বাকি দুইজন পালানোর চেষ্টা করলেও পরবর্তীতে তাদেরও গ্রেফতার করা হয়।
আটকদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, ছয়টি ধারালো দেশীয় অস্ত্র, চারটি ককটেল বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ইয়াবা তৈরির উপকরণ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মুরাদ ও জিসান তিনটি মামলার আসামি, আর শুকুর আলী ও ফয়সাল দুইটি মামলায় আসামি হিসেবে চিহ্নিত। পুলিশ জানিয়েছে, শুকুর আলী একজন বোমা তৈরির বিশেষজ্ঞ এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
জাগো/মেহেদী

