ভারতের রাজধানী দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার রাতে ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়, যার মধ্যে দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও রয়েছে।
ই-মেইলে দাবি করা হয়, স্কুল ভবনের ভেতরে একাধিক বোমা লুকানো রয়েছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার জন্য ৩০ হাজার ডলার দাবি করেছে এবং বিস্ফোরণের মাধ্যমে আহত হওয়ার সতর্কতা দিয়েছে।
সোমবার সকালে হুমকির খবর জানার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠিয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল এবং সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে ফায়ার সার্ভিসে কল আসে।
পুলিশ, বোমা শনাক্তকারী দল, এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে সকাল ৯টা পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
দিল্লি পুলিশ হুমকিদাতার ই-মেইল আইডির আইপি ঠিকানা শনাক্তের চেষ্টা করছে। এর আগে গত ২১ অক্টোবর একই ধরনের হুমকি এসেছিল, যা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়।
দিল্লি প্রশাসন এবং পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে।