হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ইজিবাইকের ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষে ৭টি দোকানে অগ্নিসংযোগ এবং ১৫টি দোকান লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণ:রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় সাজিদ মিয়া নামে এক যাত্রী ভাড়া নিয়ে ইজিবাইক চালক সালমান মিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সাজিদ মিয়া ভেড়াখাল যাওয়ার জন্য ১০ টাকা ভাড়া দেন, কিন্তু চালক অতিরিক্ত ৫ টাকা দাবি করেন। এ নিয়ে শুরু হওয়া তর্ক থেকে হাতাহাতি এবং পরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চার ঘণ্টাব্যাপী চলে।
৫০ জনের বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষ চলাকালে সাতটি দোকানে অগ্নিসংযোগ এবং ১৫টি দোকানে লুটপাট করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি:
বাহুবল মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সাত রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
বাহুবল উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া খাতুন জানিয়েছেন, মোট ৫৯ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
এ ধরনের ছোটখাটো বিষয় থেকে সহিংসতার ঘটনা রোধে স্থানীয় প্রশাসন ও জনগণের সচেতনতার প্রয়োজন রয়েছে।

