জমির বিরোধে ভাইয়ের হাতে সেনাসদস্য ভাই খুন

আরো পড়ুন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে সেনাসদস্য ওয়াসিম আকরাম (২৬) খুন হয়েছেন। সোমবার সকালে চরশেরপুর হাইস্কুল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওয়াসিম সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

নিহত ওয়াসিম আকরাম হাসান আলীর ছেলে। তিনি প্রায় ছয় বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে এসে তিন দিন আগে শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন। আজ সকালে বাবার সঙ্গে ধান কাটতে যান তিনি।

ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে চাচাতো ভাইয়েরা তাকে পেছন থেকে ধারালো দা দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত জানান, ওয়াসিমের ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ওয়াসিম আকরামের অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জমি সংক্রান্ত বিরোধের এমন করুণ পরিণতি এলাকাবাসীকে হতবাক করেছে।

আরো পড়ুন

সর্বশেষ