যশোরে চোরের তাণ্ডবে আতঙ্কিত স্থানীয়রা

আরো পড়ুন

যশোর জেলায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় চুরির ঘটনা ঘটছে। বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট, এমনকি ব্যক্তিগত যানবাহনও নিরাপদ নয়।

সম্প্রতি রেলগেট চোরমারা দীঘিরপাড় এলাকার একটি বাসার সামনে থেকে সাড়ে ৩ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ২৮ নভেম্বর রাতে চোরেরা বৈদ্যুতিক তার চুরি করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

তবে, এলাকাবাসীর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে। চুরির ঘটনায় থানায় অভিযোগ করলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের আটক করতে ব্যর্থ হচ্ছে পুলিশ।

বারবার মোটরসাইকেল চুরি

গত এক মাসে যশোরে পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে।

  • ১৭ নভেম্বর: চুড়ামনকাটিতে জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল হারান হাবিবুর রহমান।
  • ১ নভেম্বর: ঘোষপাড়ায় বাড়ির সামনে থেকে চুরি হয় ইমামুল ইসলাম রুমনের মোটরসাইকেল।
  • ১৪ নভেম্বর: মনিরামপুরে মাদ্রাসার পাশে রাখা মোটরসাইকেল চুরি হয় আবুল বাশারের।
  • ৮ নভেম্বর: অভয়নগরের মসজিদের সামনে থেকে চুরি হয় আব্দুল গফ্ফার চৌধুরীর বাইক।
  • ২৬ নভেম্বর: ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে আফজাল হোসেনের মোটরসাইকেল চুরি হয়।

২৫ নভেম্বর রাতে ঘোপ সেন্ট্রাল রোডের দুটি দোকানে দুঃসাহসিক চুরি। নগদ দেড় লাখ টাকা এবং মূল্যবান মালামাল চুরি হয়।

  • ২৬ অক্টোবর জঙ্গলবাঁধা গ্রামে শেখ শওকত আলীর একটি ইজিবাইক চুরি।
  • ২৯ অক্টোবর বকচর বিহারী কলোনি থেকে সিদ্দিকুর রহমানের অটোভ্যান চুরি।

স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ