যশোরে তিন দিনের ইজতেমা আজ শেষ দিন

আরো পড়ুন

যশোর জেলার উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত তিন দিনের জেলা ইজতেমা আজ রোববার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এই ইজতেমার শেষ দিনটি সকাল ১০টায় হেদায়েতের বয়ান দিয়ে শুরু হবে এবং পরে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান।

তাবলীগ জামাতের দিল্লি নিজাম উদ্দিন মারকাজের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে এই ইজতেমা গত শুক্রবার শুরু হয়। এতে যশোর জেলার আটটি উপজেলার মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ ব্যক্তি অংশ নেন।

এবারের ইজতেমায় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভারত থেকে আসা পাঁচটি বিদেশি জামাতও অংশগ্রহণ করেছে। ইজতেমা প্রাঙ্গণে মুসুল্লিদের কণ্ঠে ‘আমিন আমিন’ ধ্বনির মধ্য দিয়ে আজকের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ