পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে আবারও দেখা মিলছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কুয়াশামুক্ত স্বচ্ছ নীল আকাশ আর ঝলমলে রোদেলা আবহাওয়ায় গতকাল শুক্রবার ভোর থেকে এ দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালেও পঞ্চগড় সদর উপজেলার টিটিহিপাড়া, তেঁতুলিয়া, এবং আশপাশের এলাকা থেকে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ।
হেমন্তের এ সময়টাতে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে গত ১০ নভেম্বর স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে দুদিন ধরে কাঞ্চনজঙ্ঘার দুর্লভ এ দৃশ্য পর্যটকদের মন জয় করেছে। সূর্যের আলোর তারতম্যে দিনভর কাঞ্চনজঙ্ঘার রং বদলানোর দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে।
আজ সকালে পঞ্চগড় শহর এবং তেঁতুলিয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা করতোয়া সেতু, তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো, এবং মহানন্দা নদীর তীর থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করছেন। কেউ ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও কলের মাধ্যমে দূরের স্বজনদের দেখানোর চেষ্টা করছেন।
সিলেট থেকে আসা লন্ডনপ্রবাসী ইমরান আহম্মেদ বলেন, “৩৫ বছর ধরে লন্ডনে থাকি। দেশে ফিরে পঞ্চগড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা ছিল। তবে শুনেছিলাম, এটি সবসময় দেখা যায় না। আমাদের ভাগ্য ভালো যে আজ এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। দেশের মাটিতে দাঁড়িয়ে এমন সুন্দর দৃশ্য দেখে সত্যিই অসাধারণ লাগছে।”
আরেক পর্যটক মাখদুম মাসুম মাশরাফী বলেন, “ভারতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা হয়েছিল। তবে এবার নিজ দেশ থেকে এই অপূর্ব দৃশ্য দেখে আমরা অভিভূত।”
কাঞ্চনজঙ্ঘার এ দৃশ্য দেখতে পর্যটকের ভিড় দিন দিন বাড়ছে, যা পঞ্চগড়ের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে।
জাগো/মেহেদী