যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

আরো পড়ুন

যশোর সদর উপজেলার রামনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে রামনগর পুকুরকুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

  1. যশোর রেলওয়ে থানার পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে মুকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়ির সামনে দিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ আরও জানায়, অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যশোর জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ