যশোর সরকারি এম এম কলেজের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ সভায় বক্তারা উল্লেখ করেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদরা নিজের প্রাণ দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন নিশ্চিত করেছেন। ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র দেশের ক্ষতি করতে চায়, তাহলে নতুন প্রজন্মের ছাত্ররা শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের মতোই তা প্রতিহত করবে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর জিল্লুর বারী। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, কলেজের শিক্ষক প্রফেসর আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের পিতা নওশের আলী, শহীদ আবদুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহীদ তৌহিদুল ইসলামের পিতা আব্দুল জব্বার মোল্যা। এছাড়া উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের ছাত্রদলের আহ্বায়ক হাসান ইনাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল হাসান, কলেজ শিবিরের সভাপতি খুবাইদ রহমান, সেক্রেটারি রাসেল ফারহান, যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম।
জাগো/মেহেদী

