চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় চার ছাত্রদল কর্মী আহত

আরো পড়ুন

চৌগাছায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় চার ছাত্রদল কর্মী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের একজনের চাচা আবু মুসা জানান, বুধবার বিকেলে বেড়গোবিন্দপুর গ্রামের আশরাফ আলীর দুই ছেলে ইমন হোসেন (২১) ও সুমন হোসেন (১৯), একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে তামিম হাসান (১৯), এবং হাবিবুর রহমানের ছেলে আল আমিন (২০) ঢেঁকিপোতা মোড়ে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারা বেড়গোবিন্দপুর পশ্চিমপাড়ার আওয়ামী লীগ নেতা শাহাজান আলী ওরফে বদুর বাড়ির সামনে পৌঁছালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভুট্টো এবং বদুর নেতৃত্বে খাইরুল ইসলাম, শাওন হোসেন, রাব্বিসহ ৭-৮ জন তাদের গতিরোধ করেন।

আবু মুসা আরও জানান, কোনো কিছু বোঝার আগেই হামলাকারীরা জিআই পাইপ ও চাইনিজ কুড়ালের উল্টো পাশ দিয়ে তাদের উপর আঘাত হানে। প্রাণ বাঁচাতে ছাত্রদল কর্মীরা মোটরসাইকেল ফেলে জঙ্গলের ভেতর আশ্রয় নেন। হামলাকারীরা তাদের মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ