দ্বিতীয়বার মা হতে চলেছেন সানা খান

আরো পড়ুন

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান আবারও মা হওয়ার সুখবর জানিয়েছেন। ইসলাম ধর্মের প্রতি গভীর অনুরাগের কারণে অভিনয় জগত থেকে বিদায় নেওয়া সানা বর্তমানে দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের স্ত্রী।

গত বছরের জুলাই মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন সানা, তখন তিনি পুত্রসন্তানের মা হন। এবার দেড় বছরের ব্যবধানে তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সানা লিখেছেন, “এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যেন শুধু সংখ্যায় নয়, গুণেও আমাদের পরিবার বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ সহজ করুন।”

সম্প্রতি, রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র একটি এপিসোডে অংশ নিয়ে সানা খান বলেছেন, “প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।”
তিনি আরও বলেন, “যখন দেখি পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট বা ছোট পোশাক পরতে দেয়, তখন অবাক হই। বুঝতে পারি না, সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনাকে ভালো লাগে?”

সানা খান ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাসকে বিয়ে করার আগে অভিনয় জগত থেকে সরে আসেন। তিনি আগে সালমান খানের ‘জয় হো’ ছবিতে এবং বিগ বস ৬-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সানার নতুন জীবনের এই আনন্দঘন মুহূর্তে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ