গাজীপুরে বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ আইইউটি শিক্ষার্থীর মৃত্যু,

আরো পড়ুন

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের উদ্দেশ্যে যাত্রাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা একটি বিআরটিসি দ্বিতল বাসে করে গাজীপুরের মাটির মায়া রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন। যাত্রাপথে উদয়খালী গ্রামে বাসটি ঝুলন্ত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই একজন শিক্ষার্থীর মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যে রাস্তায় সাধারণত বাস চলাচল করে না, সেই রাস্তা দিয়ে বাসটি নিয়ে যাওয়া হচ্ছিল, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ