পেট থেকে বের হলো ৬০০ ইয়াবা, যুবক আটক

আরো পড়ুন

ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। আটক যুবকের নাম উজ্জ্বল শেখ (৩৮), যিনি নড়াইলের লোহাগড়ার লিয়াকত শেখের ছেলে।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার জিসান পরিবহণের একটি বাসে ঢাকা থেকে খুলনায় আসার সময় উজ্জ্বলকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পায়ুপথ থেকে মাদকের একটি প্যাকেট বের করেন, যার ভেতর বেশ কিছু ইয়াবা ছিল।

থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, সন্দেহ আরও বাড়লে উজ্জ্বলকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম আকৃতির আরও কয়েকটি প্যাকেট দেখা যায়। পরে বিশেষ পদ্ধতিতে ৯টি প্যাকেট (মোট ৬০০ পিস ইয়াবা) উদ্ধার করা হয়। আরও কয়েকটি প্যাকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো বের করার পর সঠিক সংখ্যা জানানো সম্ভব হবে।

এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ