শীতে ব্যস্ততা বেড়েছে লেপ তোশক কারিগরদের

আরো পড়ুন

শীতের আগমনে লেপ-তোশকের চাহিদা বেড়ে গেছে। কারিগররা জানান, লেপ তৈরিতে আকারভেদে মজুরি পান ১২০ থেকে ৩০০ টাকা এবং তোশক তৈরিতে প্রতিজনের আয় হয় ১৫০ থেকে ৩০০ টাকা।

ক্রেতা আব্দুর রহিম বলেন, “এবার শীত বেশি হতে পারে ভেবে আগেভাগেই লেপ বানানোর অর্ডার দিয়েছি। আমরা গরিব মানুষ, কম্বল কেনার সামর্থ্য নেই। তাই অল্প টাকায় লেপ বানিয়ে নিচ্ছি।”

আরেক ক্রেতা মো. ইউসুফ বলেন, “দিনে শীত কম থাকলেও রাতে শীত বেশি অনুভূত হয়। কাঁথা দিয়ে শীত নিবারণ সম্ভব হয় না। পরিবারের জন্য ২টি লেপ বানাতে ৫,২০০ টাকা খরচ হয়েছে।”

মহিপুর বাজারের বেল্লাল বেডিং স্টোরের মালিক মো. বেল্লাল তালুকদার জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশকের অর্ডারও বাড়ছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কাজের চাপ থাকে বেশি। তিনি বলেন, “এই সময়ে ক্রেতারা লেপ-তোশক তৈরির জন্য অর্ডার দেন, আর আমরা যত্ন সহকারে তা সরবরাহ করি।”

জাগো মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ