নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন একটি ঝোপ থেকে মো. শাকিল মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত শাকিল মিয়া গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় স্ত্রী আয়েশা আক্তার এবং চার বছরের মেয়ে সাউদা আক্তার জান্নাতিকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। আয়েশা একটি পোশাক কারখানায় কাজ করেন।
শাকিলের শ্বশুর আমজাত হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে শাকিল ইজিবাইক নিয়ে বের হন এবং রাতে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন যে, শাকিলের গলাকাটা লাশ পাওয়া গেছে। তার ব্যবহৃত ইজিবাইকটি নারায়ণগঞ্জ আইইটি স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, নিহতের লাশ সুরতহাল প্রস্তুত করার সময় তার জ্যাকেটের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশ জানায়, শাকিলকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত চলছে।
জাগো /মেহেদী

