বেনাপোল পৌর গেট শহীদ আব্দুল্লাহ নামকরণের দাবি স্মরণসভায়

আরো পড়ুন

শার্শায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহসহ সকল শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলা কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়। সভায় বেনাপোল পৌর গেটকে শহীদ আব্দুল্লাহ গেট হিসেবে নামকরণের দাবি জানানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, মাস্টার আব্দুল মান্নান, ছাত্রনেতা আবুজার গিফারি, মোহায়মিনুল সাগর এবং শহীদ আব্দুল্লাহর সহপাঠী সাজেদুর রহমান শিপন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুধীজন এবং ছাত্রসমাজ।

বক্তারা শহীদ আব্দুল্লাহর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে বেনাপোল পৌর গেটের নামকরণ শহীদ আব্দুল্লাহ গেট হিসেবে করার জোর দাবি জানান।

 

আরো পড়ুন

সর্বশেষ