রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টার্সে শুক্রবার সকালে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে আট মাস বয়সী এক শিশুকে অপহরণ করেছে। সকাল ৯টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং শিশুটিও উদ্ধার হয়নি।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশিনুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, তবে ছবিগুলো স্পষ্ট নয়। শিশুটিকে উদ্ধারের জন্য তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটের ভাড়াটিয়া ফারজানা আক্তারের বাসায় বৃহস্পতিবার এক মহিলা উঠেছিলেন। পরদিন সকালে, ওই মহিলার পরিচিত দুই ব্যক্তি ফারজানাকে জিম্মি করে বাসা থেকে দেড় লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
ফারজানা আক্তার একজন মন্ত্রণালয়ের কর্মচারী। তাঁর এই দুঃসহ অভিজ্ঞতা এলাকার মানুষকে মর্মাহত করেছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জাগো/মেহেদী

