মশার কয়েলের আগুনে সাগরপাড়ে অগ্নিকাণ্ড, পুড়লো জেলেদের ৩৭টি দোকান

আরো পড়ুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭টি দোকান ও স্থাপনা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ, বন্দর, ইপিজেড ও কেইপিজেড ফায়ার স্টেশনের সদস্যরা প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানান, রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক বসতঘরে জ্বলন্ত মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে জেলেদের জাল রাখার ঘর, বসতঘর, চায়ের দোকান, মুদি দোকানসহ ৩৭টি স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক দোকান ও ঘরের মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত জেলেরা এখন চরম দুরবস্থার মধ্যে পড়েছেন এবং পুনর্বাসনের জন্য সহযোগিতা কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ