কোম্পানীগঞ্জে যুবদল নেতা হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

আরো পড়ুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদ (৩৯) হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। রোববার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুছাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান।

মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চরফকিরা ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এরশাদের হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান ও তার ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবরের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা অভিযোগ করেন, নিহত যুবদল নেতার ভগ্নিপতি আলমগীর স্থানীয়ভাবে খাল ও নদী দখল করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং তার সঙ্গে জড়িত চক্রের দিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবর, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনউদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামে ঘাটে যুবদল নেতা এরশাদকে চুরিকাঘাত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়।

নোয়াখালী প্রতিনিধি(রনি)

আরো পড়ুন

সর্বশেষ