টাওয়ার লাইটের যুগে যশোর শহর

আরো পড়ুন

উন্নয়নের নতুন দিগন্তে যশোর শহরকে আরও এক ধাপ এগিয়ে নিলেন পৌর প্রশাসক। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ও মণিহার এলাকায় দুটি টাওয়ার লাইট স্থাপন করা হয়েছে, যা শহরের আলোর চেহারা পাল্টে দিয়েছে।

শনিবার সন্ধ্যার পর থেকে যশোরবাসী এক নতুন আলোর যুগে প্রবেশ করে। টাওয়ার লাইটের আলোয় শহরের বিভিন্ন স্থানে এক ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।

এ বিষয়ে যশোর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, “প্রাথমিকভাবে দুটি টাওয়ার লাইট বসানো হয়েছে, তবে ভবিষ্যতে আরও স্থানেও এই লাইট বসানোর পরিকল্পনা রয়েছে। আমরা যশোর শহরকে একটি আলোকিত শহরে পরিণত করতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে শহরের প্রতিটি ওয়ার্ডে নতুন লাইট বসানো হচ্ছে এবং অন্ধকারাচ্ছন্ন শহরকে আলোর শহরে পরিণত করা হবে।”

যশোরবাসী এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের আলোকিত রূপে মুগ্ধ হয়েছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ