জদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। দিনভর গরম থাকলেও গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সকালে ঘন কুয়াশার কারণে পথঘাট ঢেকে ছিল সাদা চাদরে। কুয়াশার জন্য মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে যানবাহনগুলোকে। কুয়াশার মধ্যেই শ্রমজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললে কুয়াশার ঘনত্ব কমে যায়। তবে শীতের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
জাগো/মেহেদী

