পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বুধবার (১৩ নভেম্বর) সকালের দিকে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মহমান্দ, শাবকদর, অ্যাটক, মালাকান্দ, সোয়াত, শাংলা, বুনের এবং অ্যাবোটাবাদসহ অন্যান্য এলাকায়ও কম্পন অনুভূত হয়।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি সকাল সোয়া দশটার দিকে আঘাত হানে, যার গভীরতা ছিল ২২০ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, যা ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত একটি এলাকা।
সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে অনেক ভূমিকম্প আঘাত হেনেছে। টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ার কারণে হিন্দুকুশ এলাকা ভূমিকম্পপ্রবণ বলে বিবেচিত। মাত্র দুই মাস আগেও ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরে পাকিস্তানে অন্তত সাতটি ভূমিকম্প হয়েছে, যার মধ্যে তিনটি করাচি অঞ্চলে আঘাত হেনেছিল।

