নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি-মাদকসহ গ্রেপ্তার-৫

আরো পড়ুন

নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ীতে পুলিশের অভিযানে ১৭টি আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানটিতে ৫টি বিদেশি পিস্তল, ৮টি এলজি, ৪টি একনলা বন্দুক, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও ২টি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার বাদল হোসেন (২১), মো. রবিন (২৮), সোনাইমুড়ী উপজেলার মো. বাহার (৩০), বেগমগঞ্জের আনোয়ার হোসেন (২৬) এবং কুমিল্লার মুরাদ হোসেন (২২)। পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের সেবারহাট বাজার ও সোনাইমুড়ী থেকে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা সোনাইমুড়ী থেকে কয়েকটি অত্যাধুনিক পিস্তল সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে বাহারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ২টি এলজি, ৯টি ম্যাগাজিন ও ২৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান।

নোয়াখালী প্রতিনিধি (রনি)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ